বাংলাদেশী বিজ্ঞানী পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট পদক

0
549

বাংলাদেশী তরুণ কম্পিউটারবিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের সম্মানসূচক পুরস্কার। কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসর তৈরির কাজে বিশেষ অবদানের জন্য তিনি এই প্রেসিডেন্সিয়াল আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েনটিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-পিকেইস (পিইসিএএসএ) অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন।
৩৫ থেকে ৪০ বছর বয়সসীমার তরুণ বিজ্ঞানীদের প্রতিবছর মার্কিন প্রেসিডেন্ট এ পুরস্কার প্রদান করেন। সাঈফ সালাহউদ্দিন এ বছর একমাত্র বাংলাদেশী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির অ্যাসোসিয়েট প্রফেসর। এ বছরের জন্য নির্বাচিত ১০৫ জনের নাম ঘোষণা করা হলেও পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করা হয়নি। সময় নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এ পুরস্কার তুলে দেয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মাস্টার্স শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেন বার্কলি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়।
সাঈফের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তার বাবা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে।
১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার প্রবর্তন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here