যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজো কাউন্টিতে দুর্বৃত্তের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর। বিবিসির খবরে বলা হয়, শনিবার রাতে কালামাজো শহরে নীল রংয়ের একটি শেভ্রলে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে আনুমানিক ৫০ বছর বয়সী এক শ্বেতাঙ্গ বন্দুকধারী এসব হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করছে পুলিশ। এসব ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে এনবিসি নিউজের খবরে বলা হয়। প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কালামাজো কাউন্টির একটি অ্যাপার্টমেন্ট। সেখানে এক নারীকে কয়েকটি গুলি করা হয়। গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ঘণ্টা তিনেক পর একটি গাড়ির দোকানে তিন ব্যক্তির ওপর গুলি চালানো হয়, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর তৃতীয় ঘটনাটি ঘটে ক্র্যাকার ব্যারেল নামের একটি রেস্তোরাঁর পার্কিং লটে। সেখানে চারজনকে গুলি করে হত্যা করা হয়, আহত হন আরও একজন। মিশিগানের কালামাজো কাউন্টির আন্ডার শেরিফ পল মাটিয়াস বলেন, সন্দেহভাজন আনুমানিক ৫০ বছর বয়সী শেতাঙ্গ। তিনি একটি গাঢ় নীল বা রূপালি গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হামলাকারী তিনধাপে গুলি চালান। ধারণা করছি, গাড়ি চালাতে চালাতেই তিনি গুলি চালান। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি জানিয়েছেন কমপক্ষে ছয়জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে চারজন একটি রেস্টুরেন্টে এবং দুজন একটি গাড়ির দোকানের সামনে। আততায়ীকে এখনো ধরা যায়নি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী ৫০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ।