কম্পিউটার পণ্যের ভ্যাট প্রত্যাহার

0
470

বিভিন্ন কম্পিউটার পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে কম্পিউটার পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের এ আদেশ দেয়া হয়।

আদেশ অনুযায়ী এনবিআর যেসব কম্পিউটার পণ্যে ভ্যাট প্রত্যাহার করেছে সেসবের মধ্যে রয়েছে- কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার প্রিন্টারের জন্য টোনার/ইঙ্কজেট কারট্রিজ ও প্রিন্টারের অন্যান্য যন্ত্রাংশ; কম্পিউটার এবং কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; মডেম, ইন্টারনেট কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার; ডেটাবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, অন্যান্য ম্যাগনেটিক মিডিয়া, আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া, অ্যান্টি ভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড অথবা একইরকম কার্ড, প্রক্সিমিটি কার্ড ও ট্যাগ; ডেটা প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত কম্পিউটার মনিটর, ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর এবং কম্পিউটার প্রিন্টারের রিবন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘…বর্ণিত পণ্যসমূহের ওপর আরোপনীয় আমদানি শুল্ক, যে পরিমাণে মূল্যভিত্তিক ২%-এর অতিরিক্ত হয় সেই পরিমাণ এবং সমুদয় সম্পূরক শুল্ক (যদি থাকে) ও সমুদয় মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করা হলো।’

প্রসঙ্গত, ১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হলেও খুচরা পর্যায়ে ভ্যাটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিধি ছিল না। ‘প্যাকেজ ভ্যাট’ হিসেবে কম্পিউটার পণ্য বিক্রেতারা বছরে ১১ হাজার করে টাকা দিতেন। ২০১৫ সালে এনবিআর খুচরা পর্যায়ে কম্পিউটার বিক্রির ওপর ৪ শতাংশ ভ্যাট দেওয়ার নির্দেশনা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here