আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের মামলার এজারভুক্ত আসামী পিতা-পুত্রসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের মামলার এজাহারভুক্ত আসামী সুলতান সরদার (৬০) ও তার পুত্র জুয়েল সরদার (২৫), ওই গ্রামের মালেক সরদারের ছেলে জুয়েল সরদার (৩০) এবং বারপাইকা গ্রামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হরষিত বিশ্বাসের ছেলে মনিশঙ্কর বিশ্বাস (২৮)কে রোববার রাতে গ্রেফতার করেছে এসআই আ.হক। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।