বরিশাল প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহত পাঁচ দিনব্যাপী গৌরনদী উপজেলার মাহিলাড়ার একুশে গ্রন্থমেলার উদ্বোধণী অনুষ্ঠানে হৃদয়ে একুশ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি রবিবার সন্ধ্যায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধণ শেষে রাতের অনুষ্ঠানে সাংবাদিক খোকন আহম্মেদ হীরার প্রকাশনায় প্রকাশিত স্মরণিকা হৃদয়ে একুশ’র মোড়ক উন্মোচন করেন।
অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আ’লীগ নেতা আবুল হোসেন মোল্লা, প্রভাষক গণেশ চন্দ্র ম-ল প্রমুখ।