বেনাপোলে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কালো ব্যাচ ধারণ।। প্রতিবাদ মিছিল।। ২ ঘন্টা কলম বিরতি

0
428

 

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতিশ চন্দ্র বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের আটকের দাবিতে সোমবার সকালে কালো ব্যাচ ধারন করে বিক্ষোভ মিছিল সমাবেশ ও কর্মবিরতি পালন করছে বিসিএস ক্যাডার অফিসার্স এসোসিয়েশন (কাস্টমস ও ভ্যাট) , বাকাএভ, কর্মচারি এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন। এর ফলে ২ ঘন্টা বেনাপোল কাষ্টমসের কাজকর্ম বন্ধ থাকে। তিন দিন বন্ধ থাকার পর সোমবার অফিস খুললেও কাস্টমস হাউজ অভ্যন্তরে কর্মকর্তাদের হামলার ঘটনায় গোটা কাস্টমস হাউজসহ সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।
দুপুরে বেনাপোল কাষ্টমসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বেনাপেল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মাদ মারুফুর রহমান, রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, কামরুজ্জামান, সহিউল্লাহ, শফিউল্লাহ, সহকারি রাজস্ব অফিসার রাকিবুল ইসলাম, আলমগীর হোসেন, নাসির উদ্দিন, জাহেদ মিয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ। বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত অফিস চলাকালীন সময়ে কালো ব্যাচ ধারণ ও ২৯ ফেব্রুয়ারী দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টা কলম বিরতি পালনের ঘোষনা দেন। পরে নেতৃবৃন্দ বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান এর সাথে দেখা করে সমবেদনা জানান।
সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ৬ দিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, থানায় মামলা করার পর পরই পুলিশ আসামীদের আটকে সাড়াশি অভিযান চালাচ্ছে। প্রতি রাতেই আসামীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। আসামীরা কেউ এলাকায় নেই। অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতিশ চন্দ্র বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামী শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন ও নিলাম ক্রেতা মোহাম্মাদ আলী সোমবার সকালে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক শাহাজান আলী তাদের জামিন নামজ্ঞুর করে জেল হাজতে পাঠিয়ে দেন।
উল্লেখ্য অবৈধ নিলাম সুবিধা না দেওয়ায় ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে কাস্টমস হাউজের মধ্যে স্থানীয় ছাত্রলীগের একদল সন্ত্রাসী দায়িত্বরত অবস্থায় বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান ও উপকমিশনার নিতিশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা চালায়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ আরো ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে পোর্ট থানায় মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here