নোয়াখালী প্রতিনিধি :
বাংলানিউজটোয়েন্টিফোর.কম নোয়াখালী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল হুদা (৭০) ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিাহি…রাজিউন)।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিকে ভুগছিলেন তিনি।
রোববার রাত ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে নোয়াখালী প্রাইম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা পৌঁছালে তিনি মারা যান।
মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সোমবার বাদ আসর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষèীনারায়নপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।