বরিশালে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়ন জমা

0
388

বরিশাল প্রতিনিধি ॥ দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের অংশহিসেবে প্রথম দফা বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন।
সকাল থেকে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। এর আগে সকালে বিএনপি দলীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান করেন জেলা কমিটির নেতৃবৃন্দরা। অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্রমতে, জেলায় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ, বানারীপাড়ায় ৮টি, উজিরপুরে ৭টি, আগৈলঝাড়ায় ৫টি, গৌরনদীতে ৭টি, বাবুগঞ্জে ৬টি, মেহেন্দীগঞ্জে ৮টি, হিজলায় ৪টি, মুলাদীতে ৬টি এবং বাকেরগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা নিয়ে সর্বত্রই ছিল নির্বাচনী আমেজ ও উৎসব মুখর পরিবেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here