ভারতের হরিয়ানা রাজ্যে সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৯

0
381

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যে জাঠ সম্প্রদায়ের সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। রাজ্য সরকারের একজন কর্মকর্তা সোমবার এ কথা জানিয়ে বলেন, গতরাতে পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এসেছে।
কর্তৃপক্ষ বলছে, শুক্রবার জাঠরা সহিংস বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় কয়েকটি জেলা থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে।
হরিয়ানা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি, কে, দাস জানান, সহিংস বিক্ষোভে ১৯ জন নিহত ও ২শরও বেশি লোক আহত হয়েছে। ভিবানি জেলায় এখনও সংঘর্ষ চলছে। তাই জেলাটিতে কারফিউ বলবত রয়েছে। তবে অন্য জেলাগুলো থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে।
পি, কে, দাস আরো জানান, দিল্লীর পানি সরবরাহ লাইন থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দেয়া হয়েছে। বিক্ষোভকারীরা দিল্লীর পানি সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছিল। ফলে দিল্লী কর্তৃপক্ষ স্কুল বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়।
এর আগে সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে জাঠ সম্প্রদায়ের কোটা সংরক্ষণের দাবি রোববার রাজ্য সরকার মেনে নেয়ার ঘোষণা দেয়।
জাঠদের অভিযোগ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তীব্র হওয়া সত্ত্বেও তাদেরকে কাজ পেতে হিমশিম খেতে হয়।
পি, কে, দাস বলেন, রাজ্যের অধিকাংশ সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। আমরা আশা করছি দিনের শেষভাগে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে চলে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here