হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন, ক্লাস বুধবার থেকে

0
359

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে স্নাতক কোর্সে প্রায় ২২০০ নতুন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বুধবার থেকে নিয়মিত ক্লাশে অংশ নেবেন তারা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন নেপালের ছাত্রী স্বস্তিকা খতিয়ারি, প্রক্টর প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম ডন, প্রফেসর ড. বলরাম রায়, ডিন প্রফেসর ড. আনিস খান, রিজেন্ট বোর্ডের সদস্য ফরিদুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. এম সাইফুর রহমান, প্রফেসর নাজিম উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর রুহুল আমিন। ওরিয়েন্টেশন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা উন্মোচন করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম। চলতি বছর আটটি অনুষদের ৪৪টি বিভাগে ২০টি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের আশায় নেপাল ভুটানসহ সাতটি দেশের প্রায় ২২০০  শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী বুধবার থেকে ক্লাশ শুরু হবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here