নৌবাহিনী প্রধানের সাথে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0
371

বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল অরূপ রাহার নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল আজ বনানীতে নৌ সদরদপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ভারতের বিমান বাহিনী প্রধান নৌপ্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পারিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মত বিনিময় করেন। তারা দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। সেইসাথে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডিফেন্স এ্যাটাশে এবং দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এ্যাটাশেসহ নৌসদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং পরিচালক নৌ অপারেশান্স কমডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, তিনি দু’জন সফরসঙ্গীসহ গত ২১ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশে আসেন এবং সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here