বিকিনি পরে ক্লান্ত সানি লিওন!

0
531

বিকিনি পরে ক্লান্ত সানি লিওন! তাই অন্য ধরনের চরিত্রে অভিনয় করার কথা ভাবছেন তিনি।

দর্শকরা আগামী দিনে তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করতে পারে? এমন প্রশ্নের জবাবে সানি বলেন, ‘এটা বলতে পারি। সানি লিওন সব সময় বিকিন পরে ঘোরে না। আমায় অন্য অনেক ভূমিকায় দেখা যাবে।’

উল্লেখ্য, সানি লিওন এখন ব্যস্ত ‘বেইমান লাভ’ সিনেমার কাজে। এরপর শুরু হবে ‘টিনা অ্যান্ড লোলো’ সিনেমার কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here