২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

0
551

বেআইনি অস্ত্র রাখার দায়ে সাজাপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত মুম্বাইয়ের ইয়েরাওয়ারা সেন্ট্রাল জেল থেকে আগামী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মুক্তি পাচ্ছেন।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিয়াল বম্ব-ব্লাস্টের ঘটনাতেও তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলার রায়ে পাঁচ বছরের সাজা ধার্য করা হয় এই অভিনেতার। তবে যেহেতু, এই মামলায় আগেই হাজত বাস করেছিলেন সঞ্জয় তাই নির্দিষ্ট মেয়াদ থেকে বাদ দেওয়া হয়েছিল আগের সাজাকাল।

শেষ দফায় জেলে যাওয়ার আগে দৃশ্যতই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। অল্প সময়ের জন্য বাইরে বেরিয়ে সে সময়ে কিছু ছবির কাজও শেষ করেছিলেন। তার পরেই শুরু হয় অনন্ত প্রতীক্ষার। গোটা সময়ে ভীষণভাবে পাশে থেকেছেন স্ত্রী মান্যতা।

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি সঞ্জয়ের মুক্তি উপলক্ষে জেল কর্তৃপক্ষের তরফে একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই বাড়ির লোকের কাছে প‌ৌঁছে দেওয়া হবে মুন্না ভাই এমবিবিএস-কে। সূত্রের খবর, এদিন সঞ্জয়কে আনতে ইয়েরাওয়ারায় আসবেন স্ত্রী মান্যতা এবং সন্তানেরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here