প্রকৃত মালিক নির্ধারণে জমির মালিকানা সনদ দেয়ার পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী

0
348

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন,
জমির প্রকৃত মালিক নির্ধারণকল্পে ‘জমির মালিকানা সনদ (সিএলও)’ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি গতকাল সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে আরো বলেন, জমির মালিকানা সনদ চালু করতে বেশ কিছু কার্যক্রম ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমানে ভূমি জরিপের মাধ্যমে যে রেকর্ড প্রণয়ন হয় তা যদি এসি ল্যান্ডের নামজারির মাধ্যমে হালনাগাদ করা হয়ে থাকে- এই প্রক্রিয়ায় বর্তমানে এসি ল্যান্ড অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের মধ্যে কোনো সমন্বিত কার্যক্রম এখনো শুরু করা যায়নি।
তিনি বলেন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩ ধারামতে রেকর্ডের হালনাগাদ কার্যক্রম এসি ল্যান্ড অফিস দ্বারা সম্পাদিত হলেও তাদ্বারা সর্বশেষ মালিকানার তথ্য প্রতিফলিত নাও হতে পারে। কারণ সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিনিয়ত যে হস্তান্তর দলিল সম্পাদিত হয়, সেভাবে হালনাগাদ তথ্যের ভিত্তিতে নামজারি সম্পাদন হয় না।
সিএলও’র গ্রহণযোগ্যতার বিষয়ে আইনি বিধান সংযোজন করতে হবে। সরকার একই সঙ্গে দেশে ‘ভূমি ব্যাংক’ স্থাপনের পরিকল্পনা প্রণয়নের চিন্তা করছে। যা হলে ভূমির হালনাগাদ তথ্য ধারণসহ সিএলও বাস্তবায়নে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here