বাগেরহাটে ১৮টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী নাই

0
528

মাসুম হাওলাদার,বাগেরহাট :
দলিয় প্রতিকে ইউপি নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রায় অর্ধশত প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারেনি। জেলার মোট ৭৪ টি ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের কোন প্রতিদন্ধি নাই। এরা বিনা প্রতিদন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে বলে প্রচার পেয়েছে। আইন-শৃংখলা বাহিনীর নীরবতার কারনে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি ও মনোনয়নপত্র হাত থেকে ছিনিয়ে নেয়ার কারনে ওই সকল মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়ন দাখিল করতে পারেনি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আকতারুজ্জামান মন্টু, আরিফুজ্জামান পিন্টু ও সদর ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী মোফাজ্জ্বল হায়দারের মনোনয়নপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। এ ছাড়াও জেলা সদর সহ বিভিন্ন স্থানে প্রার্থীরা হামলা ও নিরাপত্তার কারনে রির্টানিং অফিসারের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে পারেন নি। বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, জেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের মধ্যের ২৩টিতে ভয়-ভীতি ও বাঁধা প্রদানের কারণে দলীয় চেয়ারম্যন প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি। এছাড়া বাগেরহাট সদরে ৩টি, কচুয়ায় ২টি, মোরেলগঞ্জ ১টি, মংলায় ১, মোল্লাহাটে ১টি, ফকিরহাটে ২টি সহ মোট ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রহুল আমিন মল্লিক বলেন, মনোনয়ন পত্র জমা দিতে আসার পথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার কথা শুনেছি। তবে কেহ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, ১৮টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের কোন প্রতিদন্ধি নাই। ফলে এরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন। এরা হলেন সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে বেমরতা ইউনিয়নে মনোয়ার হোসেন টগর, যাত্রাপুরে এমএ মতিন, ডেমা ইউনিয়নে মনি মল্লিক, গোটাপাড়া ইউনিয়নে সেখ শমসের আলী ও বিষ্ণুপুর ইউনিয়নে অ্যাডঃ শংকর কুমার পাল, চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সন্তোষপুর ইউনিয়নে উপজেলা পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান মুজিবর রহমান শামীমের স্ত্রী সামিয়া রহমান বিউটিসহ ৫টি ইউনিয়নে প্রতিদ্বন্ধি প্রার্থী নাই । এছাড়া মোল্লাহাটে ৬টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে, ফকিরহাটে ৮ টি’র মধ্যে ২টিতে, মোড়েলগঞ্জে ১৬টি’র মধ্যে ১টিতে, ও রামপালের ১০টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোন প্রতিদন্ধি প্রার্থী নাই। জেলার মোট ৭৪ টি ইউনিয়নে মোট ২১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটানিং অফিসারের দপ্তর থেকে জানানো হয়। মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here