বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে ভূমি উন্নয়ন কর বাকি ১,৪৪৬ কোটি টাকা : ভূমিমন্ত্রী

0
361

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার কাছে ১ হাজার ৪৪৬ কোটি টাকা ভূমি উন্নয়ন কর (খাজনা) বাকি রয়েছে।
তিনি গতকাল সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, দফতর এবং সংস্থার কাছে মোট দাবিকৃত বকেয়া ভূমি উন্নয়ন কর ১ হাজার ৪৪৬ কোটি টাকা।’
মন্ত্রী বলেন, বকেয়া ভূমি কর আদায়ে ভূমি সংস্কার বোর্ডের ৫ জন কর্মকর্তাকে লিয়াজোঁ কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রণালয়, বিভাগের আওতাধীন সংস্থার বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়টি তত্ত্বাবধানের লক্ষ্যে ‘ফোকাল পয়েন্ট’ মনোনয়নে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের সংশোধিত বাজেট ভূমি উন্নয়ন করের দাবি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here