সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর : জাবেদ আলী

0
370

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। তিনি বলেন, কে কোন দলের প্রার্থী তা আমাদের কাছে বিবেচিত নয়, সব প্রার্থীকে সমান দৃষ্টিতে দেখা হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মোঃ মুনিরুজ্জামান নাসিম আলীসহ উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণ যোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের যা যা করা প্রয়োজন তার সব কিছুই করা হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোষ্ঠি নির্বিশেষে সকলের ভোট দানের অধিকার নিশ্চিত করা হবে। তিনি এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে পুলিশের পাশাপাশি র‌্যাব এবং প্রয়োজন হলে বিজিবি এবং কোষ্টগার্ড মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনার মোঃ জাবেদ আলী পর্যবেক্ষন সভা শেষে পিরোজপুর জেলা সদরে অবস্থিত সার্ভেয়ার স্টেশন পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here