এবার মন জ্বলবে সাইমন-পরীর

0
490

পুড়বে না, এবার মন জ্বলবে সাইমন-পরীর। অর্থাৎ ‘পুড়ে যায় মন’ ছবির ধারাবাহিকতায় এবার তাদের দেখা যাবে ‘মন জ্বলে’ ছবিতে। ইতোমধ্যে প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হয়েছে ছবিটির। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে সাইমন-পরীর রসায়ন আরও একবার দেখবেন দর্শকরা।

গত ১৫ দিন যাবৎ চাঁদপুরের কয়েকটি লোকেশনে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন পরীমণি। এরই মাঝে গত সোমবার রাতে ঢাকায় ফেরেন তিনি। চুক্তিবদ্ধ হন দেবাশীষের ‘মন জ্বলে’ ছবিতে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝিতে শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ” ‘পুড়ে যায় মন’ নিয়ে যে প্রত্যাশা ছিল সেটা এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে পূরণ হলো। দর্শকদের কাছে আমাদের এ জুটিকে আরও একবার পৌঁছে দিতে চাই। তাছাড়া ‘নদীর বুকে চাঁদ’ নামে আরও একটি ছবিতে দর্শক আমাদের দেখতে পাবেন।”

এছাড়া বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পরী বলেন, ” ‘স্বপ্নজাল’র স্বপ্ন বুনছি চাঁদপুরে। আজ এখানে বৃষ্টি হচ্ছে। শ্যুটিংও প্যাকআপ। বলতে পারেন ডে অফ কাটাচ্ছি। তাই ইউনিটের সবাই মিলে বৃষ্টিভেজা মাঠে ফুটবল খেলছি।”

অন্যদিকে ‘মন জ্বলে’ নিয়ে সাইমন বলেন, ” দেবাশীষদার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছি। পরীর সঙ্গে জুটি বেধে আরও একবার হাজির হচ্ছি। যদিও ‘রানা প্লাজা’ ছবিটি মুক্তি পায়নি, তারপরও সেখান থেকেই আমাদের জুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করি ‘পুড়ে যায় মন’র মতো এটিও ভালোমানের একটি ছবি হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here