কবি সুকান্তের কবিতায় চট্টগ্রাম গ্রন্থের মোড়ক উম্মোচন

0
306

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
বিশিষ্ট লেখক, গবেষক, রাজনীতিবিদ ও আমজনতা খেলাফত পাটির চেয়ারম্যান কবি অ.আ.ম হায়দার আলী চৌধুরী সম্পাদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবি সুকান্তের কবিতায় চট্টগ্রাম শিরোনামে একটি কবিতা গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্টান নগরীর মোমিন রোডস্থ মোগল বিরানী হাউসে আজ (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্টিত হয়। গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন কালজয়ী ভারতীয় কথা সাহিত্যিক ও বিখ্যাত অনুবাদক কবি শক্তিময় দাশ। অ.আ.ম. হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে এসভায় আরো উপস্থিত ছিলেন ভারতীয় কথা সাহিত্যিক হরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, শিল্পী সুশ্রী ঘোষ, এস.এম. ঘোষ, কবি প্রশান্ত মানিক, সোহেল মো. ফখরদ্দীন, কবি তাপস পাল, আসামের কবি সুনিল করন, কবি সৈবাল মুখার্জী, কে বি এম. শাহাজাহান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here