দক্ষিণ মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় আজ যদি যান, তবে ফ্রি-তে পেয়ে যাবেন চিকেনের একটা দারুণ ডিশ। নামটাও বেশ বাহারি। চিকেন সঞ্জুবাবা। নামটা শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এর সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত মুন্নাভাই। ঠিকই ধরেছেন, ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণে বেআইনি অস্ত্র রাখার জন্য পাঁচ বছর হাজতবাস করে এবার ছাড়া পেতে চলেছেন খলনায়ক স্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন তিনি। সেই আনন্দে মঙ্গলবার দক্ষিণ মুম্বাইয়ের নুর মহম্মদি হোটেলে ফ্রি-দেওয়া হচ্ছে মুন্নাভাইয়ের নামে চিকেনের ডিশ। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত মিলবে ‘চিকেন সঞ্জুবাবা’। বিনামূল্যে দেদার চিকেন খেতে পারবেন মুন্নাভাইয়ের অনুগামীরা। জাদু কি ঝাপ্পি না থাকলেও, এভাবেই ভালোবাসার হিরোকে স্বাগত জানাতে চান হোটেল মালিক।