সামছুল আলম কমল,চট্রগ্রাম প্রতিনিধি:
হজ্বে বায়তুল্লাহর উদ্যোগে গত ২৩ ফেব্র“য়ারী ২০১৬ইং বিকাল ৪ টায় নগরীর সাগরিকা টাওয়ারে ২০১৬ সালের ওমরা হজ্ব যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা হজ্বে বায়তুল্লাহর পরিচালক বিশিষ্ট সমাজ আলহাজ্ব শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালাম। প্রধান বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ. ক. ম আবদুল কাদের। বিশেষ বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সিডিএ জামে মসজিদের খতীব ও চবি’র আরবী বিভাগের প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন আলকাদেরী। প্রশিক্ষণ হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা দেলোয়ার হোসেন আনসারী। উক্ত প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান, মাওলানা মোঃ জাহাঙ্গীর, আলহাজ্ব মোঃ সিরাজউদ্দৌলা, আলহাজ্ব মোঃ আবু তাহের, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক কে বি এম শাহজাহান, ইঞ্জিনিয়ার আসহাব উদ্দিন, আলহাজ্ব শাহ মুরাদ, ডাঃ মোঃ শহীদ, আলহাজ্ব মোঃ আবু হেনা, মোঃ শফিকুল আযম, আলহাজ্ব মোঃ ফজলুল কাদের, আলহাজ্ব সৈয়দ মোঃ জাহাঙ্গীর, আলহাজ্ব সৈয়দ মোঃ হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন, মাওলানা মোঃ হাবিব উল্লাহ, মোঃ সালাহ উদ্দিন, মোঃ মুজিব, আলহাজ্ব মোঃ ইউসুফ, মোঃ জামাল উল্লাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হজ্ব মানুষকে পরিপূর্ণ এবং ঈমানদারী মানুষ হতে উদ্বুদ্ধ করে। আল্লাহতায়ালার নৈকট্য লাভের জন্য হজ্ব মুসলমানদের জীবনে একটি নেয়ামত হিসেবে কাজ করে। এই নেয়ামত পাওয়া প্রত্যেক মুসলমানদের জন্য একটি অনন্য অর্জন। ত্যাগ এবং মানব কল্যাণে আমাদেরকে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে প্রকৃত মানব কল্যাণ নিহিত। তিনি আরও বলেন, ওমরা হজ্ব যাত্রীরা নিজেদেরকে আল্লাহর দরবারে সঠিক নিয়ত এবং নিয়ম কানুনের মাধ্যমে হজ্ব সম্পাদন করে ভাল মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। সভা শেষে ওমরা হজ্বযাত্রীসহ সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।