২৩ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

0
363

একজন চীনা ও একজন কুয়েতি নাগরিকসহ ২৩ আরোহী নিয়ে নেপালের যাত্রীবাহী একটি ছোট বিমান দেশটির পর্বত এলাকায় বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এখবর জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। খবরে বলা হয়, নিখোঁজ তারা বিমান ভাইকিং ৯এন-এএইচএইচ টুইন আটার ২০ জন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে পোখারা থেকে জমসম যাওয়ার পথে মাইয়াগদিতে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনার পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল পুলিশ পাঠানো হয়েছে। এর আগে, তারা এয়ারলাইন্স কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ারের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, প্লেনটি ১৮ মিনিটের পথ পাড়ি দিয়ে পোখারা থেকে উত্তরে জমসম যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পর পার্বত্য এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  পোখারা ও জমসমের মধ্যবর্তী এই ১৮ মিনিটের রুটে আর কোনো ল্যান্ডিং স্ট্রিপ নেই জানিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here