প্রতিটি মানুষের জন্মদিনে অন্তত একটি মানব কল্যাণমূলক কাজ সম্পাদন করা হোক : হাসান মাহমুদ হাসনী

0
662

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
মানুষ মূলত মানবতাবাদী, সত্য ও সুন্দরের পূজারী হতে ভালবাসে। মানুষের মনটা সবসময় কিছু না কিছু সৃষ্টি করতে চায়। মানুষ জন্মগতভাবেই নানা প্রতিভার অধিকারী। প্রতিটি মানুষই পৃথিবীতে মূল্যবান। মানুষের জন্মদিন সৃষ্টির একটি অপরিসীম আনন্দ এবং ইতিহাসে তার জন্মকে স্বার্থক করে তোলা যায় সমাজের ও মানুষের পাশে থেকে কিছু মহতী কাজের মাধ্যমে। আজকাল আমরা সামর্থ্যবান প্রত্যেকেই কমবেশী জন্মদিন পালন করি। কেউ ছোট আকারে আবার কেউ অনেক টাকা পয়সা খরচ করে। কিন্তু আজকের পথ শিশুদেরকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান একটি অনুকরনীয় এবং দৃষ্টান্তমূলক জন্মদিন অনুষ্ঠান। এরকম আমরা চাইলেই নিজেদের জন্মদিনে পথ শিশুদের, এতিম শিক্ষার্থীদের, অনার্থ আশ্রমদের, প্রতিবন্ধী, বৃদ্ধাশ্রমের মা-বাবাদের নিয়ে কেক কাটার অনুষ্ঠান অথবা এসব সমাজের অবহেলিত নাগরিকদের ছেলেমেয়েদের শিক্ষা বৃত্তি, নতুন পোশাক, চিকিৎসা সেবাসহ এ ধরনের বিভিন্ন মহতী কর্মকান্ডের মাধ্যমে জন্মদিনের টাকাটা আমরা সমাজ কল্যাণে কাজে লাগাতে পারি। পথ শিশুদের নিয়ে তরুন লেখক ও সংগঠক মোঃ আসিফ ইকবালের জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্যানেল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপরোক্ত মন্তব্য করেন। মোরা পত্র লেখক সমাজ আয়োজিত গত ২২ ফেব্র“য়ারী রাত ৮টায় ডিসি হিল প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সংগঠক ও কবি সজল দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবতাবাদী ও সমাজ কর্মী স্বপন কুমার দাশ, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ আনাছ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান খান রবিন, মোঃ আরেফ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস আবুল বশর অভি, মোঃ শামসুদ্দিন, সাজু দাশ, জাকির হোসেন, নিলয় দেব নাথ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here