যুগে যুগে ঋষিগণ আমাদের পথ চলতে শিখিয়েছেন :মেয়র আ জ ম নাছির উদ্দিন

0
336

সামছুল আলম কমল,চট্রগ্রাম প্রতিনিধি:
শ্রী অদ্বৈতানন্দ সেবক সংঘ-বাংলাদেশ উদ্যোগে অদ্বৈতানন্দ পুরাী মহারাজে জন্মশতবর্ষোত্তর পরিক্রমা, ধর্মীয় মহাসম্মেলন, গীতা যজ্ঞ, হোম শান্তি, ধর্মসভায় জে.এম.সেন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সমাজ বির্নিমাণে ধর্মীয় গুরুরা ঋষিগণ যুগে যুগে আমাদের পথ চলতে শিখিয়েছেন। ঋষিগণ উন্নত সমাজ গড়ার কারখানা ধর্মশিক্ষা নৈতিক আচরণ, মানব সেবা করার প্রত্যোক ধর্মে মানব সেবা ভালোবাসা, মানব প্রেম, সম্প্রীতি ও অসম্প্রদায়িকতা কথা বলা আছে। মানব সভ্যতা আজ তার মানবিক মূল্যবোধের অর্জনকে পরিপূর্ণ বিকাশের ধারায় নিয়ে যেতে অদ্বৈতানন্দ পুরী মহারাজের বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, তবেই স্বার্থক হবে আজকের এই আয়োজন। তিনি গতকাল জে.এম,সেন হলে অদ্বৈতানন্দ পুরী মহারাজের জন্মশতবর্ষোত্তর পরিক্রমা উৎসবে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উক্ত অনুষ্ঠানে পৌরহিত করেন যোগীরাজ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পুরী মহারাজ। ধর্ম সভায় শ্রী যাদব কুমার বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কুশল বরণ চক্রবর্তী, পলাশ কান্তি নাথ রনি, দীপংকর চৌধুরী সেতু। মাষ্টার বিকাশ চন্দ্র দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপীনাথ ধর অজিত দেওয়ানজী, অসীম দাশ, সনাতন দেবনাথ, হরিকৃপা দাশ, হিমাংশু কুমার নাথ, শান্তি পদ তালুকদার, নারায়ন দাশ চৌধুরী, দীপক দাশ, সন্তুষ কুমার দাশ, উত্তর কুমার সরকার, অসিত কুমার ঘোষ, বিদ্যুৎ সেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here