এপ্রিলেই বিয়ে বিপাশা-করণের!

0
353

জল্পনাটা হয়তো সত্যি হতে চলেছে। এপ্রিলেই বিয়ে করতে চলেছেন বিপাশা বসু। পাত্র করণ সিং গ্রোভার। জন আ্রব্রাহাম, দিনো মরিয়া, হরমন বাভেজার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে তা মালাবদলের যায়নি। তবে এবার করণের সঙ্গে বিপাশার সম্পর্কটা মালাবদলের স্তরে যেতে চলেছে।

অ্যালোন সিনেমায় একসঙ্গে কাজ করতে করতে বিপাশা আর করণের প্রেম জমে ওঠে। তারপর নানা সময় কখনও ভিডিও, কখনও আবার ছবিতে দুজনকে অন্তরঙ্গে মুহূর্তে পাওয়া গেছে। জল্পনা শেষ করে বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে করণের। করণ ও জেনেফার অফিসিয়ালি ডিভোর্স হওয়ায় বিপাশা ও করণের বিয়েতে আর কোনো বাধা থাকবে না বলে মনে করছেন তাদের ঘনিষ্ঠমহল।

পরশু ছিল করণ সিং গ্রোভারের জন্মদিন। আর তাই বিপাশার যেনো উচ্ছ্বাসের কোনো কমতি ছিলো না। খুব ঘটা করেই গোয়ায় একান্তে বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করলেন বিপাশা। অবশ্য গ্রোভারের জন্মদিনটি ছিলো অন্যরকম। করণ হবু স্ত্রীর সঙ্গে একান্তে জন্মদিন পালন করা।

অন্যদিকে, একবছর পর অফিসিয়াল ভাবে টিভি সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক স্ত্রী জেনেফার সঙ্গে বিবাহ বিচ্ছেদটি সম্পন্ন করা। সবকিছুই নিজের মনের মতো পেয়েছেন করণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here