পদ্মা সেতু এবং কুয়াকাটার পায়রাবন্দর পর্যন্ত রেললাইন সংযোগের কাজ অবিলম্বে শুরু করতে রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এই নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিদ্যুৎকেন্দ্র গ্রামে বিদ্যুৎতায়ন, সেতু, রেলসহ দেশের বিভিন্ন এলাকার এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেশে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদিত হচ্ছে। ২০১৬ সালের মধ্যেই তা ১৬ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩১ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট ও ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদিত হবে।