পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

0
371

দ্মা বহুমুখী সেতু প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্টসি সার্ভিসের পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুপুরে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে ভার্ডেম্যান জোনস এই চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু’টির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শক নিয়োগ চুক্তিও এসময় স্বাক্ষরিত হয়।
চুক্তি পত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে বিবিএ’র প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, অস্টেলিয়ার দক্ষিণ এশিয়া-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট-১ এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদসহ পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here