পিলখানা হত্যা মামলার আপিল শুনানি শেষ পর্যায়ে : অ্যাটর্নি জেনারেল

0
325

শেষ পর্যায়ে রয়েছে বহুল আলোচিত পিলখানার বিডিআর হত্যা মামলার আপিল শুনানি। এরই মধ্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫২ আসামির সাজা বহাল রাখার আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামিপক্ষের শুনানি শেষে কোনো বক্তব্য থাকলে সেটা উপস্থাপন করবেন দুই পক্ষ। সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে চলতি বছরের জুন মাসের মধ্যে এ মামলায় রায় ঘোষণার পর্যায়ে পৌঁছবে বলে প্রত্যাশা করছেন উভয়পক্ষের আইনজীবীরা। ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে শুনানি শুরু হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১১৪ জনের ক্ষেত্রে মামলার বিষয়বস্তুর ওপর আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। বাকিদের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বিষয়বস্তুর ওপর আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ হতে পারে। এরপর আইনগত বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তি উপস্থাপন হবে। এ প্রক্রিয়া শেষ হলে অপরাপর সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন করা হবে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ মামলায় যেভাবে বিচার প্রক্রিয়া চলছে তাতে আগামী ২/৩ মাসের মধ্যে বিচার শেষ হতে পারে। তিনি বলেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত বা অস্ত্র যোগানদাতাসহ সহযোগী সকলেরই মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে বিদ্রোহ ও হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে হলেও বিচার কাজে ধীরগতির কারণে গত সাত বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনে দায়ের করা অপর মামলার কার্যক্রম। বিস্ফোরক মামলাটির বিচারিক কার্যক্রম পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার পাশে কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিচারিক আদালতে চলমান রয়েছে। এ মামলায় ৮০২ জন আসামির বিরুদ্ধে ১৩৩৩ জন সাক্ষীর মধ্যে শেষ হয়েছে মাত্র ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here