প্রথমবারের মত টি২০ বিশ্বকাপের এলিট প্যানেলে যুক্ত হলেন মহিলা আম্পায়ার

0
340

আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য ৩১ সদস্যের শক্তিশালী প্লেয়িং কন্ট্রোল টিম ঘোষনা করেছে আইসিসি। ম্যাচ অফিসিয়াল হিসেবে এই প্রথমবারের মত এই প্যানেলে যুক্ত হয়েছেন দু’জন মহিলা।
আইসিসির এক বিবৃবিতে বলা হয়েছে, এই শক্তিশালী প্লেয়িং কন্ট্রোল টিমে রয়েছেন সাতজন এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারী ও ১২ জন এলিট প্যানেলের আম্পায়ার। এছাড়া ১০জন এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার ও দু’জন আইসিসি সহযোগী ও এফিলিয়েটেড প্যানেলের আন্তর্জাতিক আম্পায়ার।
ভারতীয় সাবেক তারকা জাভাগাল শ্রীনাথ ৮ মার্চ নাগপুরে জিম্বাবুয়ে বনাম হংকংয়ের মধ্যকার প্রথম ম্যাচে ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আলিম দার ও ইয়ান গুল্ড, টেলিভিশন আম্পায়ার মারায়িস ইরাসমাস ও চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
বিশ্বব্যপী মহিলা ক্রিকেটকে এগিয়ে নেবার লক্ষ্যেই এবার টি২০ বিশ্বকাপে প্রথমবারের মত দুজন মহিলা আম্পায়ার নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস ও অস্ট্রেলিয়া ক্লেয়ার পোলোসাক। এই দুজন থাইল্যান্ডে আইসিসি মহিলা টি২০ বাছাইপর্বেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ১৬ মার্চ চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য মহিলাদের ম্যাচটির মধ্য দিয়ে ক্রস ইতিহাস রচনা করবেন। তার সাথে এই ম্যাচে আরো থাকবেন অনিল চৌধুরী। এর দুইদিন পরে মোহালিতে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মহিলা দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হবে পোলোসাকের। তার সাথে এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে আরো থাকবেন ভিনীত কুলকার্নি।
২০১৪ সালে আইসিসি’র সহযোগী ও এফিলেয়েটেড প্যানেলের আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে ক্রস প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসির আম্পায়ার প্যানেলে নাম লেখান। এর আগে তিনি ২০০০, ২০০৯ ও ২০১৩ মহিলা বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সালে মহিলা বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০১৩ ও ২০১৫ সালে মহিলা টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে কাজ করেছেন। অতি সম্প্রতী আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ ডিভিশন ৩ ও ৫ প্রতিযোগিতায় পুরুষ ইভেন্টেও ক্রস দায়িত্ব পালন করেছেন।
অস্ট্রেলিয়ান পোলোসাক স্বদেশী লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ম্যাটাডোর ওয়ান-ডে কাপে তৃতীয় আম্পায়ার হিসেবে কাজ করে ইতিহাস রচনা করেছেন। ২০১৫ সালে ব্যাংককে তিনি আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের বাছাইপর্বেও কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here