বগুড়ায় ফেনসিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ীকে আটক

0
312

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ৫শ বোতল ফেনসিডিলসহ গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বগুড়া রংপুর মহাসড়কে ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আমিরুল ইসলাম জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা কাঠের গুড়ার বস্তা ভর্তি একটি ট্রাক ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্য আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের নওদাপাড়া এলাকাস্থ বগুড়া টু রংপুর মহা সড়কে ডিবি পুলিশ ট্রাকটি থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের সিগনাল না মেনে একজন পুলিশ কনস্টেবলকে আহত করে ট্রাকটি দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় সরকারী সম্পত্তি ও জানমাল রক্ষার্থে উক্ত ট্রাকটি থামানোর উদ্দেশ্য সঙ্গীয় ফোর্স শর্টগানের ৫ রাউন্ড গুলি ফায়ার করিলে ট্রাকটি মাটিডালি বিমান মোড়ে মাহাথীর হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেমে ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপার এবং ফেন্সিডিলের মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ডান পায়ে শর্টগানের স্প্রিন্টার লেগে আহত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের হেফাজ উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া (৩০) কে আটক করা হয়। অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপার কৌশলে পালিয়ে যায়। উক্ত ট্রাক তল্লাশী করাকালে ট্রাকে থাকা কাঠের গুড়ার বস্তার নিচে রক্ষিত অবস্থায় মোটা কাগজের কাটুনে চটের বস্তা দ্বারা মোড়ানো ৫ টি কাটুনে থাকা ৫০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, ১১০ টি চটের বস্তায় কাঠের গুড়া এবং ১ টি ৩ টনি ট্রাক, সর্বমোট মুল্য ১৩ লাখ ৮৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। ধৃত আসামীকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংক্রান্তে ধৃত আসামীসহ পলাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here