বাংলাদেশ থেকে জনশক্তি নিতে কুয়েত সরকারের প্রতি স্পিকারের আহ্বান

0
429

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত জনগণের প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।
বুধবার কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াত স্পিকারের কার্যালয়ে সাক্ষাত করতে এলে তিনি এই আহবান জানান।
শিরীন শারমিন চৌধুরীর বলেন, বাংলাদেশে বর্তমান জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুব সমাজ। কর্মক্ষম এ যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব।
বৈঠকে স্পিকার বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সংসদীয় প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে অখ্যায়িত করেন ।
শিরীন শারমিন চৌধুরী এসময় কুয়েতের আমীর ও সেদেশের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং হায়াতকে জাতীয় সংসদে আগমন করায় ধন্যবাদ জানান।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, জ্বালানি তেল সমৃদ্ধ কুয়েতের অর্থনৈতিক কর্মকান্ড অনেকাংশে বিদেশী জনশক্তির ওপর নির্ভরশীল। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী কুয়েতের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত রয়েছে। কুয়েতের অর্থনীতির চাকাকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানীর আগ্রহ প্রকাশ করেন তিনি।
আদেল মোহাম্মদ বলেন, স্বল্প সময়ের মধ্যে কুয়েতের আমীর বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে। তাঁর সফরের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ব্যবসা, বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এছাড়াও বৈঠকে সাক্ষাতকালে তারা বাংলাদেশের নারী নেতৃত্ব, পুরুষ ও মহিলা সংসদ সদস্য সংখ্যা, কুয়েত সংসদে নারী নেতৃত্বের অবস্থা, দুদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে বিরোধী দলের ভূমিকা, দু’দেশের ব্যবসা বাণিজ্য, জনশক্তি, নিরাপত্তা ব্যবস্থা, পর্যটন, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here