বরিশাল প্রতিনিধি ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাঁচ দিনব্যাপী গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজ মাঠে অনুষ্ঠিত একুশে বইমেলায় সর্বাধিক বিক্রি হয়েছে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ৩৫ বছরের সাংবাদিকতা জীবনের প্রকাশিত রিপোর্টের মধ্য থেকে ২২১টি বিশেষ রিপোর্ট নিয়ে প্রকাশিত “বিশেষ রিপোর্ট” বই।
গাঙচিল প্রকাশনীর প্রকাশনায় প্রকাশিত বইটি দ্বিতীয়দিনে মোড়ক উন্মোচন করা হয়। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সম্পদনার “বিশেষ রিপোর্ট” বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের ষ্টল পরিচালনাকারী কবি শিকদার রেজাউল করিম জানান, বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ রিপোর্টের প্রায় চার’শ বই বিক্রি হয়েছে।