অবরুদ্ধ সিরিয়ার শহরে বিমান থেকে ফেলা হলো ত্রাণ

0
354

সিরিয়ায় প্রথমবারের মতো আকাশ থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ। কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বারা অবরুদ্ধ ডেইর আল-যোর শহরে সড়কপথে কোনোমতেও পৌঁছাতে না পেরে নাগরিকদের উদ্দেশ্যে মোট ২১ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয় বলে সংস্থাটি জানাচ্ছে। ডেইর আল-যোর শহরে দুই লাখ মানুষের বসবাস। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটির অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন নিদারুণ আকার ধারণ করেছে।

এর মধ্যে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো গেলেও ডেইল আল-যোরে কোনোভাবেই পৌঁছানো যাচ্ছিল না। অবশ্য সাহায্য প্রেরণের সবচাইতে কার্যকর পদ্ধতি হিসেবে জাতিসংঘ সড়কপথকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু ডেইর আল-জোরে আকাশপথে এই সাহায্য পাঠানোর ঘটনার মাধ্যমে সংস্থাটির মরিয়া-ভাব প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করছেন সংবাদদাতারা। জাতিসংঘের হিসেবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০ হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এ ছাড়া দেশটিতে আরও ৪০ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমতো কঠিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here