সূচকের সঙ্গে কমেছে লেনদেন

0
338

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের নিন্মমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের মূল্যসূচকও কমেছে। ডিএসইতে আজ ৩২৭ টি কোম্পানির ১৩ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৩৩৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৫৯ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৭৪৮ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৩৫ লাখ টাকা কম । ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৬ পয়েন্ট কমে ৪৫৬৭.৫৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৫৫ পয়েন্ট কমে ১৭৫৩.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৪.৮৬ কমে ১১১৫.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: লঙ্কাবাংলা ফাইন্যান্স, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, বিএসআরএম, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, লার্ফাজ সুরমা, শাশা ডেনিম ও ইউসিবিএল । দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিনোবাংলা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফাস্ট প্রাইম এফএমএফ, আমান ফিড, ফার ইস্ট ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, বে-লিজিং, ঢাকা ডাইং, গ্ল্যাস্কোস্মিথ, ও ডেল্টা লাইফ । অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: শ্যামপুর সুগার, সমতা লেদার, কে এন্ড কিউ, ডিবিএইচ, পিপলস ইন্স্যুরেন্স, এক্সিম ফাস্ট মি.ফা., সাফকো স্পিনিং, সামিট এ্যালায়েন্স, লেগাছি ফুট ও হাক্কানী পাল্প ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here