টেকসই অর্থনৈতিক উন্নয়নে পশ্চাৎপদ জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রােতে সম্পৃক্ত করতে হবে : পরিকল্পনামন্ত্রী

0
315

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে টেকসই জাতীয় অগ্রগতি অর্জন সম্ভব নয়।
মন্ত্রী গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা জেলার জাঙ্গালিয়া লাকধানাভী বাংলা পাওয়ার লিমিটেড স্থাপিত ২৫ দশমিক ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান পূর্ব সমাবেশে এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সুবিধা বঞ্চিত মানুষদের সমাজের মূল স্রােতধারায় আনতে হবে। অনগ্রসর মানুষদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে ।
আ হ ম মুস্তফা কামাল দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা দেন।
পরিকল্পনামন্ত্রী বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন।
তিনি বাংলাদেশ বিষয়ে বিশ্বব্যাংকের মূল্যায়ন তুলে ধরে বলেন, অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৩০সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত এবং ২০৪০ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবেই।
অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম এমপি, সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফকরুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here