ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় শুক্রবার সকালে মেসন কাউন্টির একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে চারজনকে গুলি করে। এর মধ্যে দুটি শিশুও রয়েছে। এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এদিকে, ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। প্রাথমিক ঘটনার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।