বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার নির্দেশেই কাউন্সিলের পর ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামা হবে। এছাড়া বিএনপির কাউন্সিলে পদে পদে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় হাফিজ এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠানের জন্য ভেন্যু পাইনি। কারণ সরকার সমর্থকরা আমাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রসঙ্গ টেনে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ১১৪টি ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন হচ্ছে। জবরদখলের ধারাবাহিকতার এই নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন কাউন্সিল সম্পর্কে হাফিজউদ্দিন বলেছেন, আশা করছি এখানে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসবে। এছাড়া এবার কিছু উপ-কমিটিও গঠন করা হবে।
বিচারালয়ে ন্যায় বিচার হওয়া নিয়ে হতাশা ব্যক্ত করে হাফিজ বলেন, বিচার বিভাগের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে ফারাক আছে। সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কাউন্সিল করার জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্যের ঘোষণা দিয়েছে বিএনপি।