আসছে ‘কি অ্যান্ড কা’। এ সিনেমায় নাকি দারুণ রসায়ন গড়েছেন কারিনা কাপুর এবং অর্জুন কাপুর। এ ছবিতে কারিনার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। কোনাও কোনো সমস্যা নেই। কিন্তু কারিনার কাছে অর্জুরের গভীর রাতের ফোন কল নিয়েই যত ঝামেলা। ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে সেদিন। ওইদিনই গভীর রাতে কারিনাকে ফোন দিলেন অর্জুন। কারিনার পাশে তখন স্বামী সাইফ আলী খান। তার মোবাইলে ভেসে উঠলো অর্জুনের নাম। আর তাতেই মাথা বিগড়ে গেলো পতৌদির নবাবের। এটাই নাকি প্রথম নয়। আগেও বেশ কয়েকবার গভীর রাতে কারিনাকে ফোন দিয়েছেন অর্জুন। এতে বেশ বিরক্ত সাইফ। অর্জুনকে কিছু বলার সিদ্ধান্ত নেন সাইফ। একবার বলেও ছিলেন, কোনো বিবাহিত নারীকে ফোন দেওয়ার যথাযথ সময় এটা নয়। যদিও এসব ফোন কল কাজ সংশ্লিষ্ট হতে পারে। তারপরও এটা শোভন নয়। তা ছাড়া কারিনার বিবাহিত জীবনের প্রতি অর্জুনের সম্মানবোধ থাকাও জরুরি বলে মনে করেন তিনি। সবাই আশা করছেন, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবেন তিনজন। তা ছাড়া সাইফের সঙ্গে অর্জুনের সম্পর্কও যেন খারাপ না হয়ে যায়, তা ভক্তদের কাম্য।