জেল থেকে মান্যতার জন্য যা আনলেন সঞ্জয়

0
329

পাঁচ বছরের সাজা শেষ করে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঘরে ফিরেছেন। হোক না জেল থেকে, খালি হাতে ফেরেননি এ অভিনেতা। স্ত্রী মান্যতার হাতে তুলে দিয়েছেন কয়েদি হিসেবে কাজ করে উপার্জন করা ৪৪০ রুপি। পরিমানে কম মনে হলেও এ অর্থে যে ভালবাসার কমতি ছিল না তা বলাই বাহুল্য। যদিও জেলে কয়েদি হিসেবে কাজ করে যা উপার্জন করেছিলেন, তার বেশিরভাগই খরচ হয়ে গেছে সঞ্জয় দত্তের। যেটুকু সঞ্চয় ছিল তা দিয়েই স্ত্রীর প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধের জানান দিয়েছেন এ অভিনেতা। পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে উড়োজাহাজে মুম্বাই ফিরে মায়ের কবরে প্রার্থনা করেন সঞ্জয়। এরপর পালি হিলে ইমপেরিয়াল হাইটসে সংবাদ সম্মেলনে হাজির হন। এখানে উপার্জন করা অর্থের কথা জানিয়ে ৫৬ বছর বয়সী এই অভিনেতা বলেন, ”আমি জেলে বসে যে ৪৪০ রুপি রোজগার করেছি, তা ভালো স্বামীর মতো স্ত্রীর হাতে তুলে দিয়েছি।” স্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ”মান্যতা আমার বেটারহাফ নয়, বেস্টহাফ। আমি মাঝে মধ্যে আশা ছেড়ে দিলেও শক্ত পিলার হয়ে আমার পাশে থাকতো ও। আমি পড়ে গেলে আমাকে ধরে ওঠাতো। এমন একজন মানুষ পাশে থাকলে কোন বিপদ তাকে সহজে কাবু করতে পারে না।” সঞ্জয় বলেন, ”আমার চেয়েও বেশি কষ্ট করেছে মান্যতা। দুই সন্তানকে লালন-পালন করা, প্রতিটি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া- এমন অনেক দিক সামলাতে হয়েছে তাকে। আমি জেলে বসে রুটি, ডাল, সবজি পেয়ে যেতাম। কিন্তু ওকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ওর মতো জীবনসঙ্গী আমার জন্য আশীর্বাদ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here