ঢাকা বারে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়

0
324

দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ২১ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আজ শনিবার ভোর ৬টায় বারের প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুয়ায়ী ২৭টি পদের মধ্যে সভাপতি-সেক্রেটারিসহ ২১টিতে জয় পেয়েছে সাদা প্যানেল। সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান মানিক ও সেক্রেটারি হয়েছেন আইয়ুবুর রহমান। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ৬ পদে বিজয়ী হয়েছেন। এর আগে গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুই দিন ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ২৭টি পদের বিপরীতে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ১৫ হাজার ৫০ জন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. শাহ্ আলম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here