বরিশাল প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন, নির্বাচনে সরকারের কোন মহলেরই কোনধরনের চাঁপ নেই। একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে বর্তমান কমিশন বদ্ধ পরিকর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে যা যা করনীয় নির্বাচন কমিশন সব ব্যবস্থাই করবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে বরিশাল বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনে সকল প্রশাসনের কর্মকর্তাদের অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, শিক্ষা অফিসার, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।