ফিফার নতুন প্রেসিডেন্ট হলেন জেয়ানি ইনফান্তিনো

0
349

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের জেয়ানি ইনফান্তিনো। জুরিখে দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে আরও তিনজন প্রার্থীকে হারিয়ে এই পদে বিজয়ী হয়েছেন সুইস এই আইনজীবী। ইনফান্তিনো ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফার বর্তমান প্রধান। তিনি সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হলেন, দুর্নীতির অভিযোগ যিনি গতবছর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। উপস্থিতি প্রতিনিধিদের উদ্দেশ্যে তার বিজয় ভাষণে মিঃ ইনফান্তিনো ফিফার ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন স্বচ্ছ্বতা ও সুশাসনের মাধ্যমে তিনি সংস্থার হৃতগৌরব ফিরিয়ে আনতে চান। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটির আগে শুক্রবার ফিফার এক নজিরবিহীন অধিবেশনে ফুটবলে দুর্নীতি ঠেকাতে এবং সংস্থার স্বচ্ছতা বাড়াতে ফিফা বেশ কিছু সংস্কার পরিকল্পনা অনুমোদন করে। এসব সংস্কারের মধ্যে প্রেসিডেন্টসহ নির্বাচিত ফিফা কর্মকর্তাদের বিভিন্ন পদে থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং প্রেসিডেন্টের বেশ কিছু ক্ষমতা ছেঁটে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here