‘মীর কাসেমের মামলার গাফিলতি খতিয়ে দেখা হবে’

0
318

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে প্রধান বিচারপতি যে অভিযোগ তুলেছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়ের পর তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মামলার শুনানির বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।   তিনি বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। আইনমন্ত্রী বলেন, আশা করছি প্রধান বিচারপতি বিষয়টি পয়েন্ট আউট করে অবশ্যই জানাবেন। আর তা না হলে আমরা প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখব। প্রসঙ্গত মীর কাসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এ জন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এদিকে মীর কাসেম আলীর মামলা সম্পর্কিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here