শাহিদ কাপুরকে কিছুতেই বিয়ে করতে চাননি মীরা!

0
322

গতকালই ছিল ফিল্ম স্টার শাহিদ কাপুরের জন্মদিন। স্ত্রী মীরার সঙ্গে বিয়েটাও বেশ কিছুদিন হয়ে গেল। কিন্তু বিয়ের বেশ কিছুদিন পর জানা যাচ্ছে যে, শাহিদকে নাকি বিয়ে করতে একেবারেই রাজী ছিলেন না মীরা!

ভাবছেন কেন? কারণ, শাহিদের বয়স! শাহিদ যখন বিয়ে করছেন, তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর। আর মীরা রাজপুতের বয়স ছিল ২১ বছর। অর্থাত্‍ স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান ১৩ সাল! এই কারণেই শাহিদ কাপুরকে বিয়ে করতে রাজি ছিলেন না মীরা রাজপুত। কিন্তু মীরার দিদি মীরাকে বোঝান যে, আজকের দিনে এটা কোনও ব্যাপারই নয়। আর শাহিদ পাত্র হিসেবেও খুব ভালো। এই সময় মীরাকে বোঝাতে লেগে ছিলেন পাত্র শাহিদও। অবশেষে দুজনের কথায় মানেন মীরা। আর হয়ে যায় দুজনের বিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here