সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ ফুলবাড়ীয়ায় ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক

0
515

আবুল কালাম ময়মনসিংহ প্রতিনিধি :
ঢাকা বিশ্ব বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স শামছুল আরফেন সিদ্দিক বলেছেন, সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সময় জ্ঞান না থাকলে মানুষ মেধাবী হতে পারে না। শিক্ষিত মানুষ যদি মেধাবী না হয় তাহলে শিক্ষার প্রকৃত স্বাদ থেকে সমাজ বঞ্চিত হয়। শনিবার ফুলবাড়ীয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ্যারাইজ স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রতিযোগীতা মুলক পরিক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সময়কে গুরুত্ব দিয়েছিলেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু আমাদেরকে সময়ের গুরুত্ব শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত ৫৫ বছরের জীবন আমরা যদি বিশ্লেষন করি তবে আমরা একটা জিনিস পাই তা হচ্ছে সময়। িিতনি ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ঘন্টা নয় মিনিট নয় সময়কে সেকেন্ড হিসাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা আসবে।
বাংলা ভিশন টিভির সংবাদ উপস্থাপক সাকের আহমদ ও ঈষিকা আজিজের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ কাস্টমস এর জয়েন্ট কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আকবর। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here