অতিরিক্ত ফি ফেরত না দেওয়ায় ১২০৯ স্কুলকে শোকজ

0
349

গত বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত ফি ৮৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান ফেরত দিয়েছে। ১২০৯টি স্কুল ফি ফেরত না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত কার্যক্রম নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। গত ৩ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ভর্তি, সেশন, টিউশন ফি ও এসএসসির ফরম পূরণে নেওয়া বাড়তি ফি সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ১৪ ফেব্রুয়ারি সে সময় শেষ হয়। শিক্ষামন্ত্রী বলেন, ১২০৯টি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো জবাব না দেওয়ায় হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কেন তাদের ম্যানেজিং কমিটি বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্য বোর্ডগুলো নোটিশ জারি করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিন সময় পাবে। এ সময় পার হওয়ার পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাহিদ বলেন, ৯৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জানিয়েছে, তারা বোর্ড নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করেনি। তাদের দাবির যথার্থতা পরীক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here