অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের ব্যতিক্রমধর্মী আয়োজন

0
303

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি:
মহান শহীদ দিবস অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ এক ব্যতিক্রমধর্মী আয়োজনে নগরীর খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি ২০১৪ ও ২০১৫, এসএসসি ২০১৪ ও ২০১৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০১৬ সনে অধ্যয়নরত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী সহ ২০০ জন মেধাবী শিক্ষার্থী এবং ১৬ জন শিক্ষকদের স্মারক সম্মাননা সনদ ও জাতির পিতা বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রদান করা হয়। এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি ২০১৬খ্রি. বিকেলে পাঠানটুলী খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশে স্মারক সম্মাননা সনদ ও বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিবিএ সভাপতি আলহাজ্ব দোস্ত মোহাম্মদ। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম অনুষ্ঠানটি উপস্থাপন করেন। সনদ বিতরণ ও বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসহাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য মাহবুব মিন্টু। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। আলোচনা করেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, আওয়ামীলীগ নেতা হাজী মনির আহমদ, মুক্তিযোদ্ধা আনোয়ার খান, মুন্সি মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পাঠানটুলী খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, আরো আলোচনা করেন শিক্ষক সৌমেন ব্যানার্জী ও সুপ্রিয়া বড়–য়া, যুবলীগ নেতা মীর আবদুর রহমান মামুন, কবি আসিফ ইকবাল, প্রচার লীগের সাখাওয়াত হোসেন সওকত, ছাত্রলীগের বোরহান উদ্দিন গিফারী, মো. আরমান সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ইসহাক মিয়া মেধাবী শিক্ষার্থী ও ছাত্রীদের হাতে হাতে সম্মাননা সনদ ও জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। প্রধান অতিথির ভাষনে সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইসহাক মিয়া বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি ভাষার অধিকার ও স্বাধীনতা পেত না। তিনি বলেন, ১৯৫২ সনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষা বাংলা আজ বিশ্বের ১৯৩টি দেশের মাতৃভাষা দিবস। এ বিরল অর্জন জননেত্রী শেখ হাসিনার। জনাব ইসহাক মিয়া বাঙালি সংস্কৃতি, চিন্তা, চেতনা ও ঐতিহ্যকে লালন পালনের মধ্য দিয়ে দেশের উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here