গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে হবে : বিবি গভর্নর

0
371

বিবি গভর্নর ড. আতিউর রহমান উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঝরেপড়া রোধে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন,‘অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ছে। এ ঝরে পড়া রোধে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শিক্ষাবৃত্তি প্রদান করতে হবে।’
গভর্নর গতকাল ঢাকায় সাউথ ইস্ট ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আতিউর রহমান বলেন,বাংলাদেশ ব্যাংক সিএসআর নীতিমালা জারির মাধ্যমে ২০০৮ সাল থেকে সিএসআর কর্মকা-ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে আসছে। এরপর ব্যাংকগুলোকে আলাদা ‘সিএসআর ডেস্ক’ স্থাপনসহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় কমপক্ষে ৩০ শতাংশ সিএসআর ব্যয় শিক্ষা খাতে করার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিগত প্রায় সাত বছরে ব্যাংকিং খাতে সিএসআর ব্যয় প্রায় দশগুণ বেড়েছে। রেগুলেটরি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক নিজেও সামাজিক দায়বদ্ধতামূলক একটি তহবিল গঠন করেছে।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর কবির বক্তৃতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here