সামছুল আলম কমল,চট্রগ্রাম প্রতিনিধি:
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১২৮ তম শুভ আবির্ভাব মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মাধ্যমে গত ২৬ ফেব্র“য়ারি শুক্রবার জে এম সেন হলে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল নামধ্যান, বিনতি প্রার্থনা, তারকব্রহ্ম নাম সংকীর্তন, শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সর্বশেষ আদিবাসী শিল্পীদের পরিবেশনীয় নৃত্যানুষ্ঠান টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অন্ন প্রসাদ বিতরণ। মাতৃ সম্মেলন অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক শ্রী মতি বন্দনী দাশের সভাপতিত্বে মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন সভাপতি সাংস্কৃতিক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: সুপ্তিকণা মজুমদার। প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ সালেহ্ নূর ডিগ্রী কলেজ পটিয়া শ্রী মতি চন্দা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমতি মিতা মল্লিক। আলোচক ছিলেন শ্রী মতি শিখা দত্ত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শ্রীমানি বৈশাখী দাশ, শ্রীমানি নিশি বিশ্বাস ও শ্রী অমিতাপ চৌধুরী বাবু।
উৎসব উপদ্যাপন পরিষদের সভাপতি বাবু তরুণ রায়ের সভাপতিত্বে ধর্ম সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। অধ্যক্ষ তপোবন আশ্রম পাচুরিয়া, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কাউন্সিলর বাবু জহর লাল হাজারী, কাউন্সিলর বাবু শৈবাল দাশ সুমন, শ্রী পরিমল আচার্য্য (স:প্র:ঋ:), শ্রী রনজিত চৌধুরী (স:প্র:ঋ:), দীলিপ দাশ গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন ডা: সন্তোষ কুমার দে, সঞ্চালনায় ছিলেন প্রণব জ্যোতি বিশ্বাস, মাতৃসম্মেলন ও ধর্মসভায় বক্তারা শ্রীশ্রীঠাকুরের আদর্শ অনুশীলনের মাধ্যমে চরিত্র গঠন করে মানব সেবায় ব্রতী হওয়ার আহবান জানান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিভি ও মঞ্চ শিল্পী শ্রীমতি গিতা আচার্য্য, সুমিত্রা বিশ্বাস, শিউলী মজুমদার, পাপড়ি ভট্টচার্য্য, শাপলা পাল, প্রিয়া ভৌমিক, প্রিয়াংকা দাশ ও প্রান্ত দত্ত। সাংস্কৃতিক সম্পাদক কেশব আচার্য্য ও প্রিয়তোষ আচার্য্য পরিচালনায় মঞ্চত্ব হয়। ভক্তিমূলক নাকট সাধক রামপ্রসাদ নাট্য নির্দেশনায় ছিলেন শ্রী পংকজ পাল। সংগীত পরিচালনায় মিলন আচার্য্য। উৎসবে ১২জন সৎনাম গ্রহণ করেন।
Home
চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহানগরী সৎসঙ্গের উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮ তম আবির্ভাব মহোৎসব...