ঢাকায় পাওলি দাম

0
311

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ঢাকায়। ‘সত্তা’ ছবির শুটিংয়ে অংশ নিতে তৃতীয় বারের মতো তিনি ঢাকায় এসেছেন। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পাওলিকে।

গত বুধবার ঢাকায় এসেই ব্যস্ত হয়ে পড়েছেন ছবির শুটিং নিয়ে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বর্তমানে ‘সত্তা’ ছবির দৃশ্যধারণ হচ্ছে এফডিসিতে। সেখোনে পাওলির সঙ্গে রয়েছেন ঢালিউড কিং শাকিব খান।

পাওলি বলেন, ‘গত বুধবার দুপুরে ঢাকায় এসেছি। ওই দিন রাতে শহীদ মিনারসহ ঢাকা বিশ্বদ্যিালয়ের বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করা হয়েছে। আরও কয়েকদিন থাকতে হবে সত্তার শুটিং উপলক্ষে। সব মিলিয়ে ঢাকার শুটিংয়ের অভিজ্ঞতা ভালোই।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সত্তা সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। ছবিতে আরও অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here